দশমীতে দেবী আরাধনার এক গুরুত্বপূর্ণ আচার অপরাজিতা পূজা। চারদিকে যখন বিষাদের সুর বাজে তখন দেবী দুর্গা পূজিত হন অপরাজিতা রূপে।

এই পুজোর নেপথ্যে রয়েছে ঐতিহাসিক কাহিনী। সম্ভবত অপরাজিতা পূজা শুরু হয়েছিল বিজয়লাভের সঙ্কল্প নিয়ে। আসলে আগে নবরাত্রির পর রাজারা যুদ্ধযাত্রা করতেন। নবরাত্রির শেষ্য দিন অর্থাৎ দশমীর দিন হত সেটা। এই সময়য়কালেই কেন যুদ্ধযাত্রা হত তার কারণ দেখাতে গিয়ে চাণক্য বা কৌটিল্য ‘অর্থশাস্ত্র’-তে লিখেছেন এটাই যুদ্ধযাত্রার জন্য সেরা সময়। তাই যুদ্ধে অপরাজেয় থাকতে এদিন যাত্রা করতেন রাজারা। সেই জন্যই করা হত অপরাজিতা পুজো।

দশমীর দিন পূজিত হয় সাদা অপরাজিতা গাছ। দেবী দুর্গার রূপে এই গাছটিকে কল্পনা করা হয়। পুজো করা হয় ফুল, বেলপাতা দিয়ে। কোথাও কোথাও ঘটস্থাপিতও হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here