পৃথিবীতে খারাপ-ভাল, সবরকমের মানুষই বাস করেন৷ অনেক সময় দেখা যায় দেখা যায়, যারা সারা জীবন খারাপ কাজ করলেন তারাই বুঝি ভাল আছেন। যত সমস্যা যেন ভাল মানুষের জীবনে। কেন এমন হয়? কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন৷ তার উত্তর দিয়েছিলেন শ্রীকৃষ্ণ

অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু ! কেন ভাল মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে ? জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন, যে ভাল মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না৷ কারণ যে ব্যক্তিরা সদাচারি হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়৷ সমস্ত পাপ থেকে থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়, এটাই প্রত্যেকে চায়৷ কর্মফল সবাইকেই ভুগতে হয় ৷ এমনকী, দেবতারাও তাঁদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন ৷

মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্ট রূপে আসে৷ যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন সে মুক্তির পথ লাভ করে ৷ এই কারণে ভাল মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে, তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here