গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হয়েই চলেছে। রোদের দেখা নেই বললেই চলে। বৃষ্টি হওয়া মানেই জামা ভিজে গিয়ে তা থেকে বাজে ভ্যাপসা দুর্গন্ধ বেরোতে থাকে। বিশেষ করে খুদেদের প্যাচপ্যাচে কাদায় পা দিয়ে রোজ স্কুল যেতে হচ্ছে। আর সেখানে ফর্ম্যাল জুতো-মোজা মাস্ট। বৃষ্টিতে জুতো-মোজা একবার ভিজলে শুকনো হওয়ার কোনও চান্স নেই। সেই জুতো পরেই সারাদিন স্কুলে কাটাতে হয়।
কেউ যদি দুর্গন্ধে ভরা জুতো-মোজা পরে, এত বিশ্রী গন্ধ বেরোয় যে তার আশেপাশেও দাঁড়ানো যায় না।
জুতোর এই দুর্গন্ধ দূর করবেন কীভাবে?
বাড়ি ফিরে জুতো খুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপর জুতোর ভিতরে এক টুকরো পাতিলেবু কিংবা লেবুর খোসা রেখে দিন।
ভিজে জুতো শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর জুতোর মধ্যে বেকিং সোডা ছড়িয়ে দিন।দেখবেন অনেকটা সমস্যা দূর হবে।
জুতো পরার আগে পায়ে বেবি পাউডার মেখে নিন। মোজার ভিতরেও পাউডার ছড়িয়ে দিন। এতে পা কম ঘামবে।