এতদিন সলমন খানে আটকে ছিল, এবার হুমকি এল শাহরুখ খানের কাছে। রায়পুর থেকে একটি হুমকি বার্তা পেয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, ফইজান নামে এক ব্যক্তি ফোনে হুমকি দেয়। ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তীসগঢ়ে পৌঁছেছে।  শুরু হয়ে গিয়েছে তদন্তও।

কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকেই পবিত্র মনে করেন বিশ্নোই সম্প্রদায়ের মানুষ। তাই সলমনের উপর হামলা করতে অনড় তাঁরা। নানা ভাবে হুমকি দিয়েছেন তাঁকে। এমনকি, সলমনের ঘনিষ্ঠরাও যে নিরাপদে নেই, সেই হুমকিও এসেছে বিশ্নোইদের তরফ থেকে।

এ বার হুমকি এল শাহরুখের কাছে। ২ নভেম্বর জন্মদিন ছিল কিং খানের। প্রতি বছর জন্মদিনের রাতে মন্নতের ছাদে এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন তিনি। এই বছর প্রকাশ্যেই আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here