অনশন নিয়ে উদ্বেগ প্রকাশের দরকার নেই। আপাতত দাবিপূরণেই অগ্রাধিকার দিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারেরা জানিয়ে দিয়েছেন, সোমবার পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে সাড়া না মিললে মঙ্গলবার হাসপাতালে হাসপাতালে সর্বাত্মক ধর্মঘট হবে। সেই ধর্মঘট পালন করবেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তারেরা।
কলকাতা মেডিক্যাল কলেজের জেনারেল লেকচার থিয়েটারে শুক্রবার সন্ধ্যায় এক বৈঠক অনুষ্ঠিত হয় সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের। সেখানে আলোচনা হয়েছে ‘সর্বাত্মক’ ধর্মঘটের দিন ‘জরুরি পরিষেবা’ নিয়ে। তবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায়নি। নাম না করলেও আলোচনা হয়েছে সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সিনিয়র চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত উদ্যোগে’ একান্ত বৈঠক করা নিয়েও।
সিনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি বৈঠকে যোগ দেন। কোন পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে প্রত্যেকেরই কিছু না কিছু বক্তব্য ছিল। জুনিয়র ডাক্তারেরাই মঙ্গলবার সর্বাত্মক চিকিৎসক ধর্মঘটের প্রস্তাব দেন। অন্যরা সেই প্রস্তাবে সায় দেন।