দিঘায় সবই আছে, কিন্তু কিছুটা যেন্ আলাদা। এর আগে দিঘার সমুদ্রে স্পিড বোট কে টহল দিতে কেউ দেখেনি। এখন দেখছে। ক্ষণে ক্ষণে সিভিল ডিফেন্স, নুলিয়া থেকে পুলিশবাহিনী তদারকি করছে।
ওল্ড দিঘার বিশ্ববাংলা গেট ছাড়িয়ে বাঁ দিকে খানিকটা এগিয়ে গেলে দেখা যাচ্ছে পুলিশের বিশাল ব্যারিকেড। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের কারণেই এই ব্যবস্থা। ওল্ড দিঘার সৈকতাবাসে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকে তিন দিনের দিঘা সফরে রয়েছেন তিনি। সে জন্য সুরক্ষা বাহিনীর তিন হাজারেরও বেশি কর্মীর ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে দিঘা। জগন্নাথ মন্দিরের সামনেও বিশাল পুলিশবাহিনী। সেখানেই বুধবার যাওয়ার কথা রয়েছে মমতার।
এ বার মুখ্যমন্ত্রীর দিঘা সফরের মূল উদ্দেশ্য নির্মীয়য়মাণ জগন্নাথ মন্দিরের কাজকর্ম পরিদর্শন। এই কারণে মন্দির যাওয়ার রাস্তাঘাট চকচকে করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গা বাদ দিয়ে সমূদ্রসৈকতের অন্যত্র পর্যটকদের ঘোরাফেরায় কোনও বিধিনিষেধ নেই। পর্যটকদের স্নানেও কোনও নিষেধাজ্ঞা রাখা হয়নি।