কলকাতায় পা রাখলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার সল ক্যাম্পবেল। বুধবার সন্ধ্যায় শহরে এসেছেন ইংরেজ তারকা। এর আগে অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময় এখানে এসেছিলেন ক্যাম্পবেল। দ্বিতীয়বার কলকাতায় পা রেখে আপ্লুত এই কিংবদন্তি তারকা।
একজন ইংরেজ হিসাবে ক্রিকেট এবং ফুটবলের সঙ্গে যুক্ত থাকা স্বাভাবিক, কিন্তু এবার অন্য কারণে সিটি অফ জয়’এ এসেছেন ক্যাম্পবেল। আগামী ১৫ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথন। ক্যাম্পবেল তারই অংশ। বুধবারের সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য সমর্থক। তাদের সঙ্গে খোশমেজাজে সময় কাটান, সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন তিনি। এই শহরে দ্বিতীয়বার পা রাখতে খুশি কিংবদন্তি ফুটবলার। ক্যাম্পবেল বলেন, “ফের সিটি অফ জয়ে আসতে পেরে খুবই ভাল লাগছে। ইংলিশম্যান হওয়ায় ভারতকে ক্রিকেটের জন্য চিনি। তবে শুনেছি এই শহর ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য পরিচিত। আমি কলকাতায় এসে উত্তেজিত। কলকাতা ম্যারাথনের অঙ্গ হতে পেরে খুশি। এই ম্যারাথন সমস্ত সম্প্রদায়কে একত্রিত করেছে। সবাই সুস্থ জীবনের দিকে এগিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “যারা ফুটবল ভালবাসে, তাঁরা দৌড়তেও পছন্দ করে। সেটাই একজনকে সেরা করে তোলে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ফুটবল এবং ক্রীড়া ভক্তদের আমার সঙ্গে ম্যারাথনে যোগ দেওয়ার আহ্বান জানাই।”