আরজি কর কান্ড নিয়ে গর্জে উঠেছে গোটা দেশ। পথে নেমেছে সকল মানুষ। একটাই দাবি, আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সঠিক বিচার চাই। এই দাবিতেই সরকারি সমস্ত হাসপাতালের চিকিৎসক সহ বেসরকারি হাপাতালের চিকিৎসকেরাও আন্দোলনে নেমেছেন।
দেশ ছাড়িয়ে এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আজ রবিবার এই ঘটনার জেরে বাতিল করা হয়েছিল নির্ধারিত ডুরান্ড কাপের ডার্বি। এই ঘটনাকে কেন্দ্র করে যুবভারতী স্টেডিয়াম চত্বরে, রবিবার যখন দুই দলের ফুটবল সমর্থকরা প্রতিবাদ জানাচ্ছেন, ক্রোধ, বিক্ষোভে ধ্বনি তুলেছেন। তিন দলের সমর্থকেরাই একসঙ্গে প্রতিবাদে পা মিলিয়েছেন। ঠিক সেই সময়ে পুলিশ তাঁদের বাধা দিতে শুরু করে দেয়। তার ফলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় সমর্থকদের সঙ্গে। সেই একই সময়ে কলকাতার এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।মঙ্গলবার (২০ অগস্ট), কলকাতার এই ধর্ষণ-খুনের ঘটনার শুনানি করবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।