স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে যেন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।
শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে আগামী ২ ফেব্রুয়ারি। সেই অনুযায়ী সরস্বতী পুজোর শুভ মুহূর্ত পড়ছে সকাল ৯টা বেজে ১৬ মিনিট থেকে শুরু করে দুপুর ১২টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত।
এদিকে এইদিন কারও ছুটি নেই। আসলে এবার সরস্বতী পুজো পড়েছে রবিবার। তাই অনেকেই নিশ্চিন্ত। আবার অনেকের মন খারাপ ছুটি নষ্ট হচ্ছে বলে। হিসেব মতো সরস্বতী পুজো উপলক্ষে ছুটি পাবেন না কেউই। তবে দিনটা রবিবার পড়ায়, স্কুল কলেজ, অফিস বন্ধই থাকবে।