আরজি কর মেডিক্যাল কলেজ থেকে সরানো হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করতেন তিনি। তাঁকে বদলি করা হয়েছে বেলেঘাটার আইডি হাসপাতালে। সেখানেও একই পদে কাজ করবেন সঙ্গীতা।

এক বিজ্ঞপ্তি মারফত বৃহস্পতিবার এই বক্তব্য জানিয়েছে স্বাস্থ্যভবন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে দীর্ঘ দিন ধরে ছুটিতে ছিলেন সঙ্গীতা। এ বার নতুন কাজের জায়গায় যোগ দেবেন তিনি।

গত বছরের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে সেই সময়ে। আরজি কর-সহ রাজ্যের মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা ধর্নায় বসেন। তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ইস্তফার দাবিও তোলেন তাঁরা। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন।

এদিকে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গত ২৫ অগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপকে ‘শোন অ্যারেস্ট’ করে সিবিআই। ওই মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে আর্থিক দু্র্নীতির মামলায় এখনও জেলবন্দি তিনি। তবে তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here