নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বের করে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সেখানে তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। তাই সিবিআইয়েরর দাবি তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে গাড়িতে চাপিয়ে সন্দীপকে নিজাম প্যালেস থেকে বের করে আনার সময় কয়েকজন সন্দীপের গাড়ি ঘিরে ধরে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। আদালত চত্বরেও সন্দীপের গাড়ি ঘিরে হইহট্টগোল শুরু হয়।

সোমবার সন্দীপের সঙ্গে সিবিআই গ্রেফতার করে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ এবং একটি ওষুধের দোকানের মালিক সুমন হাজরাকে। গ্রেফতার করা হয় সন্দীপের দেহরক্ষী আফসর আলিকে। মঙ্গলবার তাদেরও আদালতে হাজির করাবে সিবিআই।

টানা ১৫ দিন সিবিআইয়ের জেরার মুখোমুখি হওয়ার পর সোমবার সন্ধ্যায় গ্রেফতার হন সন্দীপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here