মহারাষ্ট্র্রের শিরডীতে জন্মগ্রহণ করেছিলেন সাইঁ বাবা। তিনি এক ঈশ্বরবাদে বিশ্বাসী। সাইঁ বাবার আরাধনার বিশেষ দিন হল বৃহস্পতিবার। আজ এক বৃহস্পতিবার জেনে নিন

সাইঁ বাবার একাদশ উপদেশ ও তার অর্থ

১. যে শিরডীতে আসবে, বিপদ তাড়াবে

সাইঁ বাবার লীলা স্থল শিরডী। তাই মনে করা হয় যে শিরডী এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তবে যাঁরা শিরডী যেতে পারেন না, তাঁদের জন্য সাইঁ মন্দির গেলেই কার্যসিদ্ধি সম্ভব হয়।

২. উঠুন সমাধির সিঁড়িতে, পায়ের তলায় থাকবে সমস্ত দুঃখ-কষ্ট

সাইঁ বাবার সমাধির সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। সাইঁ মন্দিরে তাঁর সমাধির প্রতীকের দর্শন করলেও সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তবে মনে শ্রদ্ধা ও ভক্তি থাকাও জরুরি।

৩. শরীর ত্যাগ করে চলে যাব, ভক্তের জন্য দৌড়ে আসব

সাইঁ বাবা বলেন যে, আমি শরীর ধারণ করে না-থাকলেও, যে ভক্ত আমায় ডাকবে, আমি তাঁর কাছে দৌঁড়ে যাবো। সমস্ত দিক দিয়েই নিজের ভক্তদের সাহায্য করব।

৪. মনে রেখো দৃঢ় বিশ্বাস, সমাধি পূর্ণ করবে সমস্ত আস (আকাঙ্খা)

তিনি বলেন, আমি না-থাকলে ভক্তদের বিশ্বাস দুর্বল হতে পারে। তাঁরা অসহায় ও একা অনুভব করতে পারেন। কিন্তু ভক্তদের বিশ্বাস রাখতে হবে যে, সমাধিতে যে প্রার্থনা করা হবে, তা পূর্ণ হবে।

৫. আমাকে সদা জীবিত ভেবো, অনুভব করো সত্যকে চেনো

সাইঁ বাবা বলেন, তিনি শুধু শরীর নন, তিনি অজর-অমর অবিনাশী পরমাত্মা। এ কারণে তিনি সদা জীবিত থাকবেন। ভক্তি ও ভালোবাসা দিয়ে যে কোনও ভক্ত এই কথা অনুধাবন করতে পারে।

৬. আমার শরণে রিক্ত এসো, আকাঙ্খা অসম্পূর্ণ থাকলে আমাকে বলো

যে ভক্ত শ্রদ্ধা-সহ সাইঁয়ের শরণে যায়, তাঁর সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।

৭. যে জনের যেমন অনুভূতি, তেমনই রূপ হবে আমার মনের

যে ব্যক্তি সাইঁকে যে রূপে দেখেন, তিনি তেমনই হয়ে যান। শুধু তাই নয়, ব্যক্তি যে অনুভূতি দিয়ে কামনা করে, সেই অনুভূতির মাধ্যমেই তাঁর কামনা পূর্ণ করি।

৮. তোমার ভার আমার ওপর থাকবে, কথা আমার না কখনও মিথ্যা হবে

সাইঁ বলেন, যে ব্যক্তি পূর্ণ রূপে সমর্পিত থাকবে, তাঁর জীবনের সমস্ত বোঝা তুলব। তাঁর সমস্ত দায়িত্ব পালন করে যাবো।

৯. সম্পূর্ণ সাহায্য নাও, যা চাইবে তা বেশি দূর হবে না

যে ভক্ত শ্রদ্ধা ভরে সাহায্য প্রার্থনা করবে, তাঁর অবশ্যই সাহায্য করব।

১০. আমার মধ্যে লীন বচন মন কায়া, তাঁর ঋণ কখনও মেটানো যায়নি

যে ভক্ত মন, বচন ও কর্মে আমার মধ্যে লীন থাকে, আমি সর্বদা তাঁর ঋণী থাকি। সেই ভক্তের জীবনের সমস্ত দায়িত্ব আমার।

১১. ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমার শরণ তজ যে অন্য

সাইঁ বাবা বলেন, আমার সেই ভক্ত ধন্য যে অনন্য অনুভূতি সহকারে আমার ভক্তিতে মগ্ন। এমন ভক্তই বাস্তবে ভক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here