বিনেশ পারেননি, তবুও ভারতবাসী কিন্তু আশা ছাড়েননি। তাঁরা এখনও স্বপ্ন দেখছে অন্যান্য অলিম্পিয়ানদের ঘিরে। তাঁদের মধ্যে একজন নিঃসন্দেহে নীরজ চোপড়া। ভারতের সোনার ছেলে তিনি। বৃহস্পতিবার রাতে প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনের ফাইনালে নামছেন নীরজ চোপড়া। গত বারের সোনা তিনি ধরে রাখতে পারেন কি না, সেটাই এবার দেখার। এর মধ্যেই ক্রিকেটার ঋষভ পন্থ জানালেন, নীরজ সোনা জিতলে আর্থিক পুরস্কার দেবেন তিনি। থাকছে বিমানযাত্রার সুযোগও। তার জন্য একটি নির্দিষ্ট কাজ করতে হবে।

বুধবার সমাজমাধ্যমে একটি পোস্টে পন্থ লিখেছেন, “যদি কাল নীরজ চোপড়া সোনা জেতেন, তা হলে এই টুইট ‘লাইক’ করা এবং সবচেয়ে বেশি বার মন্তব্য করা ভাগ্যবান বিজেতাকে আমি ১০০০৮৯ টাকা দেব। বাকিদের মধ্যে নজর কেড়ে নেওয়া সেরা দশ জন বিমানের টিকিট পাবেন। চলুন, আমার ভাইয়ের জন্য দেশ-বিদেশ থেকে ভারতকে সমর্থন করি।”

পন্থের এমন টুইট যেন বিশ্বাস করতে পারছেন না কেউ। এখনও পর্যন্ত দু’লক্ষ ৫৫ হাজারেরও বেশি ‘লাইক’ এবং দু’লক্ষ ৩২ হাজারেরও বেশি ‘কমেন্ট’ পড়েছে পোস্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here