প্রায় সকল মানুষেরই কিছু না কিছু সমস্যা রয়েইছে। কারও রয়েছে ডায়াবেটিসের তো করোর আবার প্রেসার সহ কত কিছুই। এই সমস্ত কিছুর মধ্যে অন্যতম হল আর্থ্রাইটিসের সমস্যা। সেই সঙ্গে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসও খুবই ভয়ানক। এই রোগ হওয়া মাত্র শরীরে বেঁকে যেতে পারে হাতের আঙুলও। প্রায় আর্থ্রাইটিস রোগী দেখা হয় তার মধ্যে একটা বড় অংশই আক্রান্ত এই অসুখে।
কী কী লক্ষণ দেখা যায় রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে
শরীরের নানা জয়েন্টে একসঙ্গে আঘাত আনে এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। তবে এই রোগ হলে জায়গাটা ফুলে যায়। অবহেলা করলে আঙুল বেঁকে যেতেও পারে।
২. শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস
এই অসুখ বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি, চোখ ও ফুসফুসে আঘাত আনে।