আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির পক্ষেই সওয়াল করল সিবিআই। গোটা ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়েছে তারা। তাদের যুক্তি, গোটা সমাজ এক জন চিকিৎসককে হারিয়েছে।

গত শনিবারই আরজি কর-কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। বিচারক জানিয়েছিলেন, সঞ্জয়ের অপরাধের জন্য তাঁর সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা হিসাবে যাবজ্জীবন কারাবাস হতে পারে। সোমবার দুপুর ২টো ৪৫ মিনিটে সঞ্জয়ের শাস্তি ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।

আদালতে সিবিআইয়ের বক্তব্য, আরজি করের ঘটনায় ‘বিরলের মধ্যে বিরলতম’। গোটা ঘটনায় সকলেই স্তম্ভিত। সমাজের সব স্তরকে নাড়িয়ে দিয়েছে ওই ঘটনা। সমাজে আস্থা ফেরানোর জন্যই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আদালতে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্য দিকে, সঞ্জয়ের আইনজীবীর আবেদন, তাঁর মক্কেলকে যেন ফাঁসির সাজা না দেওয়া হয়। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশের উদাহরণ টেনে তাঁর বক্তব্য, ‘‘সিবিআই এটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলছে। মৃত্যুদণ্ড চাইছে। কিন্তু সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশে দেখা যাচ্ছে, বিরলের মধ্যে বিরলতম কোনটাকে বলা হয়। মৃত্যুদণ্ডের আগে পর্যাপ্ত প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে সে সব নির্দেশে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here