তিলোত্তমার বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা দেশ। গতকালই সুপ্রিম কোর্টে আরজি কর কান্ডের মামলার শুনানি ছিল। তবে হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছে শীর্ষ আদালত। এরপরই সকলে ভেবেছিলেন যে হয়তো শুক্রবার থেকেই ছবিটা বদলাতে শুরু করবে। কিন্তু না কর্মবিরতি এখনই তুলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। রাজ্যের সব সরকারি হাসপাতালেই কর্মবিরতি চলবে।
বৃহস্পতিবার রাতে, জিবি বৈঠকের পর আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়, ঘটনার সঙ্গে যুক্তদের সকলে গ্রেফতার না হওয়া পর্যন্ত সুবিচার হবে না। অর্থাৎ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তিলোত্তমার সঠিক বিচার হচ্ছে।
সুপ্রিম কোর্টের আশ্বাসের পর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি তুলে নিয়েছে দিল্লি এমস হাসপাতাল। সেখানকার চিকিৎসক পড়ুয়ারা গত ১১ দিন ধরে কলকাতার আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছিলেন। বৃহস্পতিবার তাঁরা জানিয়েছেন, কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে। আপাতত শীর্ষ আদালতের আশ্বাসে তাঁরা ভরসা রাখছেন।