আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। তবে এখানেই থেমে থাকেনি দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেরে মাটিতেও পৌঁছে গিয়েছে আন্দোলনের ধ্বনি। নির্যাতিতার বিচার চেয়ে আজ সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল শুরু করে দেন জুনিয়র চিকিৎসকদের। ইতিমধ্যেই চিকিৎসকদের একটি ৩৫ জনের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভিতরে পৌঁছে গিয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাদের।স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করার দাবি জানালেন আন্দোলনকারীরা। এর আগে এবিভিপি স্বাস্থ্য ভবন অভিযান করেছিল। তবে আজ কোনও রাজনৈতিক দল নয় জুনিয়র ডাক্তাররা পথে নেমেছেন।
আন্দোলনকারীদের বক্তব্য, আজ তেরোদিন হয়ে গেল আন্দোলন করছেন তাঁরা। বিক্ষোভকারীদের হাতে দেখা গেল পোস্টার। সেখানে লেখা নয় অধ্যক্ষ ‘মিসিং’।