তিরুপতির লাড্ডু নিয়ে উত্তাল গোটা দেশ। এবার আরও বড় বোমা ফাটালেন অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি দাবি করেছেন, অযোধ্যার রামমন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার দিন বিলি করা হয়েছিল তিরুপতির সেই প্রসাদী লাড্ডু!

গত ২২ জানুয়ারি হয়েছিল রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। ওই দিনই তিরুপতি মন্দিরের প্রসাদ অযোধ্যার মন্দিরে বিলি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। এই মুহূর্তে যে বিষয় নিয়ে সারা দেশে বিতর্কের ঝড় উঠেছে তা হল অন্ধ্রের তিরুপতি মন্দিরের ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদী লাড্ডু। অভিযোগ ওই লাড্ডু যে ঘি দিয়ে তৈরি হয়েছে, তাতে প্রাণিজ চর্বি ব্যবহার করা হয়েছে।

অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার দিন ভক্তদের মধ্যে ওই লাড্ডু বিলি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান পুরোহিত সত্যেন্দ্র। তাঁর কথায়, ‘‘আমি জানি না কত লাড্ডু এসেছিল। ট্রাস্ট জানবে। যত লাড্ডু এসেছিল, সবই ভক্তদের মধ্যে বিলি করা হয়েছিল।’’ সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘প্রসাদে প্রাণিজ চর্বি মেশানো হলে তা ক্ষমার অযোগ্য। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।’’

ভেঙ্কটেশ মন্দিরের পরিচালনা করে তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)। সূত্রের খবর, অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য প্রসাদ হিসাবে প্রায় এক লক্ষ লাড্ডু পাঠিয়েছিল টিটিডি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here