ভয়ঙ্কর বৃষ্টি চলছে থাইল্যান্ডে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বন্যার জেরে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মৃত্যু হয়েছে একাধিকের। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।

তাতে দেখা যাচ্ছে, জলমগ্ন রাস্তা জুড়ে রয়েছে বিশালাকার পাইথন। এই পাইথনটির আরেকটি নাম- রেটিকুলেটেড পাইথন। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দীর্ঘতম সাপের প্রজাতির একটি। ৩০ ফুটেরও বেশি লম্বা হয় এই সাপ। ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশ, মায়ানমারের বেশ কিছু এলাকায় এটিকে দেখতে পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে ওই সাপটি গিলে ফেলে একটি কুকুরকে। ফলে পেট  ফোলা অবস্থায় রাস্তায় জলের মধ্যে শুয়ে থাকতে হয় ওই প্রাণীটিকে। এই দৃশ্যে ভয় পেয়েছেন অনেকেই। পর্যটকরা থাইল্যান্ড ও ব্যাংকক ভ্রমণও বাতিল করছেন।

http://<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>This giant snake, probably a Reticulated Python was seen bobbing around in the floodwater in Southern Thailand 😳 <a href=”https://t.co/GlHWFNBKzE”>pic.twitter.com/GlHWFNBKzE</a></p>&mdash; Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) <a href=”https://twitter.com/AMAZlNGNATURE/status/1864401245835813146?ref_src=twsrc%5Etfw”>December 4, 2024</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here