প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই মহাকুম্ভের প্রথম দিন শাহি স্নান সারলেন লক্ষ লক্ষ মানুষ। সোমবার থেকে শুরু হয়েছে মেলা, চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। মেলার শুরুর দিন অন্তত ৬০ লক্ষ মানুষ ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান সেরেছেন।

পবিত্র এই সময় সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আজ থেকে তীর্থরাজ প্রয়াগরাজে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সমাবেশ ‘মহা কুম্ভ’। মেলায় আসা সমস্ত ভক্ত এবং পূর্ণারর্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে কুম্ভমেলা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রয়াগরাজ জুড়ে।

আজ সোমবার ছিল প্রথম শাহী স্নান। এরপর ১৪ জানুয়ারি থাকবে মকর সংক্রান্তি স্নান। সেদিন আরও মানুষ আসবেন বলে মনে করা হচ্ছে। প্রায় এক কোটির মানুষ মকর সংক্রান্তিতে চান করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেই মতো সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here