
বাজেটের আগেই কমে গিয়েছে গ্যাস সিলিন্ডারেরবাদাম।বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এই হ্রাস করা হয়েছে। দু’মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ২০ টাকারও বেশি কমেছে। তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
রাজধানী দিল্লিতে, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা করে কমানো হয়েছে। দাম কমে হয়েছে ১,৭৯৭ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ৪ টাকা করে কমেছে। দাম হয়েছে ১৯০৭ টাকা। মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬.৫ টাকা করে কমানো হয়েছে। দাম কমে যথাক্রমে হয়েছে ১৭৪৯.৫০ টাকা এবং ১৯৫৯.৫০ টাকা।
দু’মাসে দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১.৫ টাকা কমেছে। কলকাতায় ২০ টাকা এবং চেন্নাইতে ২১ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।