কয়েক ঘণ্টা পরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি’র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ খানিকটা ব্যাকফুটে লাল-হলুদ। নিয়মিত দলের পাঁচ ফুটবলারকে ছাড়াই ওড়িশা’র মুখোমুখি হতে পারে তারা।
চলতি আইএসএলে নিজেদের ন’টি ম্যাচের মধ্যে ৬টি হার ও একটি ড্র রয়েছে ইস্টবেঙ্গলের। টানা ৭ ম্যাচে ‘ব্যর্থ’ হওয়ার পর শেষ দু’টি জিতলেও ইস্টবেঙ্গল বর্তমানে বেশ খানিকটা সমস্যায় রয়েছে। ওড়িশার বিরুদ্ধে সম্ভবত থাকছেন না দিমিত্রিয়শ দিয়ামানতাকস, সাউল ক্রেসপো, প্রভাত লাকরা, নন্দ কুমার এবং হেক্টর ইউসতে। মঙ্গলবার নন্দ’কে বেশিক্ষণ অনুশীলনে দেখা যায়নি। হেক্টরের চোট নিয়েও সংশয় রয়েছে। অন্যদিকে দিমি, সাউল ও লাকরা থাকছেন না। বুধবার সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ অস্কার বলেন, “আমাদের নিয়মিত দলের পাঁচ ফুটবলারকে ছাড়াই নামতে হতে পারে। তবে এই নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের দলে প্রত্যেকেই দক্ষ ফুটবলার। আশাকরি ভাল ফলাফল করতে পারব।” ওড়িশা’র বিরুদ্ধে নামার আগে কোচ আরও বলেন, “ঘরের মাঠে বেশ কিছু দিন পর আবার খেলতে পারব, এটা খুব ভাল লাগছে। সমর্থকরা অনেকেই আসবে। গ্যালারিতে ওদের উপস্থিতি ভাল খেলার জন্য আমাদের শক্তি যোগবে।” বর্তমানে ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা বিষ্ণু। বিগত কয়েকটি ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। গোল করার মতো দক্ষতাও রয়েছে তাঁর। তরুণ এই ফুটবলারকে নিয়ে নাওরেম মহেশ বলেন, “বিষ্ণু দেশের অন্যতম সেটা ফুটবলার। তবে ওকে আরও ভাল করতে হবে। সিনিয়রদের কথা শুনলে ভবিষ্যতে আরও ভাল জায়গায় দেখা যাবে ওকে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here