রাষ্ট্রপতি পদ দেশের সর্বোচ্চ পদ। এ পর্যন্ত বহু সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসাবে পেয়েছে ভারত। আজ তাঁদের নিয়ে কিছু কথা জেনে নেওয়া জাঁক।
রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনিই একমাত্র রাষ্ট্রপতি যিনি দু’বার রাষ্ট্রপতি পদের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘতম রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি।
ডাঃ. সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। তাঁর জন্মদিন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালিত হয়।
জাকির হুসেন ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতিও। তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি নিজের অফিসে কর্মরত অবস্থায় মারা যান। জাকির হুসেন ভারতের সবচেয়ে কম সময়ের রাষ্ট্রপতি ছিলেন।
বরাহগিরি ভেঙ্কটগিরি ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি, যিনি ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনি ১৯৭৫ সালে ভারতরত্নও পেয়েছিলেন। গিরি পরে রাষ্ট্রপতি হন।
১৪ জন পূর্ণকালীন রাষ্ট্রপতি ছাড়াও ভারতের ৩ জন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন। বরাহগিরি ভেঙ্কটাগিরি, মহম্মদ হিদয়াতুল্লাহ এবং বাসপ্পা দানাপ্পা জাট্টি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন।
অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নীলম সঞ্জীব রেড্ডি। তিনি ৬৪ বছর বয়সে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হয়েছিলেন। রেড্ডি যে অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছিলেন তার মধ্যে একটি হল তিনি রাষ্ট্রপতি ভবনে বসবাস ত্যাগ করেছিলেন এবং ১৯৭৭ সালে জনসাধারণের দুর্বল অর্থনৈতিক অবস্থার প্রতি ইঙ্গিত হিসাবে নিজের বেতনের ৭০ শতাংশ ত্যাগ করেছিলেন।
জ্ঞানী জৈল সিং ছিলেন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি। প্রসঙ্গত, তাঁর আমলেই ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল। অপারেশন ব্লুস্টার এবং ইন্দিরা গান্ধির হত্যাকাণ্ড সংঘটিত হয়।
কোচেরিল রমন নারায়ণন ছিলেন ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি। ৭৬ বছর ২৭১ দিন বয়সে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রমন ছিলেন ভারতের সর্বাপেক্ষা বৃদ্ধ রাষ্ট্রপতি।
ডাঃ. এ.পি.জে. আবদুল কালাম জনগণের রাষ্ট্রপতি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৭ সালে, তিনি ভারতরত্ন দিয়ে ভূষিত হন।