দেশ জুড়ে মহিলাদের উপর চলা অত্যাচারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজি কর-কাণ্ডের মধ্যে তাঁর বার্তা, ‘‘কোনও সভ্য সমাজ মেয়ে ও বোনদের উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না।’’
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, ‘‘এমনকি, যখন পড়ুয়া, চিকিৎসক এবং নাগরিকেরা কলকাতায় বিক্ষোভ করছিলেন, তখন অপরাধীরা অন্যত্র তাণ্ডব চালিয়েছে। নাবালিকারাও তাদের শিকার হয়েছে। এনাফ ইজ এনাফ।’’
নাবালিকা নির্যাতনের কথা বলে তিনি মহারাষ্ট্রের বদলাপুরের সাম্প্রতিক ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতির বক্তব্যে এসেছে ২০১২ সালে দিল্লির গণধর্ষণ এবং খুনের ঘটনার প্রসঙ্গও। নারীসুরক্ষা প্রসঙ্গে দ্রৌপদী মুর্মুর বক্তব্য, “আমাদর সমাজের একটি সৎ এবং নিরপেক্ষ আত্মদর্শনের প্রয়োজন। নিজেকে কিছু কঠিন প্রশ্ন করুন। প্রায়শই এক জন মহিলাকে ‘কম মানুষ’, ‘কম শক্তিশালী’, ‘কম সক্ষম’, ‘কম বুদ্ধিমান’ হিসাবে দেখা হয়। এটি অসুস্থ মানসিকতার লক্ষণ।’’