কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। কিছু জিনিস রয়েছে যা বিশ্বাসের জোরে মিলতেই পারে। সেইরকমই জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র। বাস্তুমতে এমন প্রচুর নিয়ম রয়েছে যা মানলে সংসারের মঙ্গল হয়। যেমন এমন কিছু কাজ আছে যা প্রতিদিন মেনে চলা উচিৎ জীবনে উন্নতির পথ প্রসস্থ করার জন্য। এতে সুখ-সমৃদ্ধিও বৃদ্ধি পায়। চলার পথে নানা বাধা কাটে। দেখে নিন কী কী করবেন-
সকালে ঘুম থেকে উঠুন- লক্ষ্মীকে প্রসন্ন করতে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা জরুরি। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি বেলা পর্যন্ত ঘুমোন, তাঁর উপর মোটেও খুশি হন না লক্ষ্মী। এর ফলে আমাদের শরীরে ও মনে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়।
বাড়ির চারিধার পরিষ্কার রাখুন- পরিষ্কার পরিচ্ছন্ন স্থানের লক্ষ্মী বাস করেন। অপরিষ্কার স্থান থেকে সর্বদা দূরে থাকেন তিনি। তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের বাড়ি ও বাড়ির চারপাশ পরিষ্কার করুন। এর ফলে আপনার চারপাশে শুভ শক্তি বজায় থাকবে। লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে সুখ ও শান্তির অভাব হবে না।
ঘরের দেওয়ালে দেব-দেবীর ছবি রাখুন- ঘরের দেওয়ালে দেব-দেবীর অথবা মহামানুষদের ছবি লাগানো শুভ বলে মনে করা হয়। এর ফরে বাড়ির পরিবেশ শুদ্ধ হয়। সকালে ঘুম ভেঙে এদের ছবি দেখলে আমাদের মস্তিষ্কে পজিটিভ এনার্জি সক্রিয় হয়ে ওঠে।
প্রতিদিন ধ্যান করুন- বিক্ষিপ্ত মনকে শান্ত করতে প্রতিদিন কিছুটা সময় ধ্যান করা জরুরি। এর ফলে মন শান্ত হবে ও একাগ্রতা বাড়বে। ধ্যান করলে আমাদের মন ভাল থাকে ও আমরা তরতাজা অনুভব করি। রোজ সকালে ও সন্ধেয় আমরা ওম অথবা গায়ত্রী মন্ত্র জপ করে ধ্যান করতে পারি। এর ফলে পজিটিভ এনার্জি বজায় থাকবে।