মোদি সরকারের তৃতীয় পুর্নাঙ্গ বাজেটে পোস্ট অফিস সংস্কারের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে পোস্ট অফিস সংস্কার প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। ২০২৫-‘২৬ অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ করতে গিয়ে অর্থমন্ত্রী জানালেন পোস্ট অফিসগুলিকে বৃহত্তর গণ সংগঠনে পরিণত করা হবে।

শনিবার সংসদে বাজেট পেশ করে সীতারমন জানান গ্রামীণ এলাকায় এই মুহূর্তে ১.৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে। সেখানে কর্মরত ২.৪ লক্ষ ‘ডাকসেবক’কে গ্রামীণ অর্থনীতিতে নির্ধারকের ভূমিকায় রাখা হবে। ভারতীয় পোস্ট অফিসকে বৃহত্তর গণ ‘লজিস্টিক’ সংগঠনে পরিণত করা হবে।

এর মাধ্যমে একথা স্পষ্ট যে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পরিষেবা গ্রামীণ এলাকায় বাড়ানো হবে আগামী দিনে। এতে কারিগর, নতুন ব্যবসায়ী, মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর লোকজন বিশেষ ভাবে উপকৃত হবেন। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে হওয়া পরিসংখ্যান অনুযায়ী পোস্টঅফিসের পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করেন ৯ কোটির বেশি মানুষ। তাই এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত করতে সমবায় ব্যাঙ্কগুলিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। নির্মলা জানিয়েছেন, সমবায় ক্ষেত্রে ঋণ পরিষেবার রাস্তা সহজ করে দিতে National Cooperative Development Corporation-কে সবরকম সহযোগিতা প্রদান করবে কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here