আমাকেই কেন এত মশা কামড়ায়? , এ প্রশ্ন অনেকেরই। অনেক সময়ে এমন হয় আপনি বসে আড্ডা দিচ্ছেন। পাশের মানুষটিকে মশা যদি ৫ বার কামড়ায়, আপনাকে ১০ বার কামড়াচ্ছে। কী কারণে এমনটা হয় জানেন?

১) বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কিছু লোককে মশা সত্যিই একটু বেশি ‘ভালবাসে’! যাঁদের শরীর থেকে ঘামের মাধ্যমে ল্যাক্টিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া বেশি পরিমাণে নির্গত হয়, তাঁদের মশা বেশি কামড়ায়।

২) যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, অন্যদের তুলনায় তাঁদের মশা একটু বেশিই ‘পছন্দ’ করে।

৩) মশার কামড় বেশি খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জিনও।

৪) কার্বন ডাই-অক্সাইডকে ধরেই মশারা তাঁদের কামড়ানোর উপযুক্ত লোক খোঁজে। যাঁদের শরীর থেকে বেশি মাত্রায় এই গ্যাস নির্গত হয়, তাঁদেরই কিন্তু মশারা বেশি হামলা করে।

৫) অন্তঃসত্ত্বা বা অতিরিক্ত মেদযুক্ত মানুষের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়।

৬) গাঢ় রঙের জামা পরলেও মশা বেশি ধেয়ে আসে।

৭) আপনি কি বিয়ার খান? তা হলে মশাও আপনাকে বেশি কামড়াবে। সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ার খাওয়ার পর আমাদের ঘাম থেকে ইথানলের গন্ধ বেরোয়। তা মশাদের বেশি আকৃষ্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here