হায়দ্রাবাদ শহরের একটি হাসপাতাল রোগীদের অনেক স্বস্তি দিয়েছে। আজ যেখানে অনেক হাসপাতাল চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয়, সেখানে হায়দ্রাবাদ শহরের জিজি চ্যারিটেবল হাসপাতালে রোগীদের চিকিৎসা হয় মাত্র এক টাকায়। এই হাসপাতালে রোগীদের আরও অনেক সুযোগ-সুবিধাও দেওয়া হয়।
হাসপাতালের বিশাল বিল এবং ডাক্তারদের ব্যয়বহুল ফি-র কারণে প্রায়শই দরিদ্র মানুষ তাদের রোগের চিকিৎসা করাতে পারে না। এমন পরিস্থিতিতে চিকিৎসার অভাবে অনেক রোগীর মৃত্যু পর্যন্ত হয়। এ কারণে দারিদ্রসীমার নীচে থাকা মানুষও তাদের রোগের চিকিৎসা পেতে পারে সেজন্য মাত্র এক টাকায় জিজি চ্যারিটেবল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দাতব্য হাসপাতালে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ রোগী দেখা হয়। মাত্র ১ টাকায় সব ধরনের চিকিৎসা করায় রোগীরাও খুবই খুশি। উল্লেখ্য, বর্তমানে কনসালটেন্সি ফি ১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষা নিরিক্ষা ও অন্যান্য চিকিৎসায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে রোগীদের আরও অনেক সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।