অবশেষে ২০২৫-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পিসিবি। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান রাজি না হলে হাইব্রিড মডেল ম্যাচ থেকে তাদের সরিয়ে নেওয়া হতে পারত। সেই কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত রাজি হয়েছে পিসিবি যাতে আয়োজনের অধিকার হারাতে না হয়। নয়া পরিকল্পনা অনুযায়ী, ভারতের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল (যদি ভারত ফাইনালে ওঠে) দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

তবে, ভারত ফাইনালে না উঠলে সেমিফাইনাল এবং ফাইনাল উভয়ই পাকিস্তানে অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্যভাবে, দুবাইয়ে ভারতের ম্যাচ থেকে কোনও অর্থ পাচ্ছে না এমিরেটস ক্রিকেট বোর্ড। আইসিসির সঙ্গে প্রাথমিক আলোচনার পর হাইব্রিড মডেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত ঘোষণা করে দেওয়া হতে পারে। জানা যাচ্ছে, কিছু শর্ত রেখে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি হয়েছে পিসিবি।

জানানো হয়েছে, যদি ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হয় তবে লাহোরে ফাইনাল আয়োজন করতে হবে। ভবিষ্যতে ভারত আইসিসি টুর্নামেন্ট আয়োজন করলে তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হাইব্রিড মডেলে আয়োজনের প্রতিশ্রুতি দিতে হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছুই বলা যাচ্ছে না। পিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আইসিসির পরবর্তী বোর্ড মিটিং। যা কিনা টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র মারফৎ জানা গিয়েছে, রবিবার ১ ডিসেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here