
নবরতন ঝাওয়ার
স্নেহাশীষ দা, বাংলা ক্রিকেট আপনাকে চেনে নানান রূপে, নানানভাবে। আপনি ক্রিকেটার হিসেবে, বাংলা ক্রিকেটকে নিয়ে গিয়েছিলেন অন্য স্তরে। ক্রিকেটার আপনাকে যেমন বাইরে থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে তেমনই সৌভাগ্যবান আমি ক্রিকেট প্রশাসনে কখনো সচিব পদে এবং শেষ তিন বছর সভাপতি হিসেবে আপনাকে একের পর এক দৃঢ় অথচ বাংলা ক্রিকেটের পক্ষে মঙ্গল কর সিদ্ধান্ত নিতে দেখে। আপনার সব থেকে বড় গুণ আপনি প্রত্যেকটি মানুষ’কে সমান ভাবে দেখেছেন এবং প্রত্যেকের কথাকে সমান গুরুত্ব দিয়েছেন। সকলের কথা শুনেছেন। যেই কারণে সিএবির কাজ সমান অগ্রগতি পেয়েছে।
আপনার সময় শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। সারাদেশে বিভিন্ন রাজ্যে এই নিজস্ব ঘরোয়া টি-টোয়েন্টি লীগ রয়েছে, কিন্তু সেখানে পিছিয়ে ছিলাম আমরা। আপনি বুঝতে পেরেছিলেন এই রাজ্য থেকে একটা সৌরভ, একটা ঋদ্ধিমান, একটা স্নেহাশীষ যথেষ্ট নয়, বাংলা থেকে ভারতীয় স্তরে একের পর এক প্রতিভা তুলে আনতেন দ্রুত বিপিএল নিয়ে আসা প্রয়োজন। আপনি শুধু ভেবেই ক্ষান্ত থাকেননি, বাস্তবের আলো দেখিয়েছেন নিজের পরিকল্পনাকে। আপনি অনেক বেশি জোর দিয়েছিলেন মহিলা ক্রিকেটের উন্নতিতে, যারা ফল মহিলা ক্লাব ক্রিকেট মহিলা স্কুল ক্রিকেট। কথায় আছে জহুরী জোহর চেনে, আপনি যে কত বড় মাপের জহুরী তা বোঝা যায় জেলা স্তরে জেলায় অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৫ একদিনের টুর্নামেন্ট শুরু করার মাধ্যমে।
বন্ধ হয়ে যাব পি সিন ট্রফি শুরু করার আসল কারিগর তো আপনি-ই। রাজ দা, কত বলব! ক্রিকেট প্রশাসনে আপনার পাশে থেকে কাজ করার সুযোগ হয়েছে, অনেক কিছু দেখেছি আপনার কাছে এইভাবে যদি বলতে থাকি তাহলে পাতার পর পাতা লেখা হয়ে যাবে। প্রথমে ক্রিকেটার হিসেবে এবং পরের প্রশাসক হিসেবে বাংলা ক্রিকেটের জন্য আপনি যা করেছেন তা বঙ্গভূমের মানুষ ভুলবে না। চিরস্মরণীয় হয়ে থাকবে আপনার দূরদর্শিতায় ভরা একের পর এক পদক্ষেপ।
জানি, সকলকেই একটা সময় চেয়ার খালি করে দিতে হয়। সময়ের নিয়মে একজনের থেকে ব্যাটন আরেকজনের হাতে হস্তান্তর হয়। যুগে যুগে তাই হয়ে এসেছে কিন্তু মেনে নিতে কষ্ট হচ্ছে আজ থেকে আপনি সিএবি সভাপতি নন। কত স্মৃতি জড়িয়ে রয়েছে। এই লেখাটা যখন লিখছি তখন বারবার বিহ্বল হয়ে পড়ছি। স্পোর্টস বিল দ্রুত কার্যকরী হবে এমনটাই খবর। সেক্ষেত্রে আপনার প্রত্যাবর্তনে আর কোনও বাধা থাকবে না।
ঐতিহাসিক ইডেনে আরও এক রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সদা হাস্যময় এই মুখ সারা জীবন আমার হৃদয়ে থাকবে