অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর বর্তমান স্ত্রী মান্যতার প্রথম দেখা হয় ২০০৬ সালে। তারপর যথারীতি বন্ধুত্ব, প্রেম, অবশেষে বিয়ে। মান্যতাকে বিয়ের আগে সঞ্জয় দত্তের কিন্তু একাধিক বিয়ে ছিল।
মান্যতা ছিলেন অভিনেত্রী, সঞ্জয় দত্তকে বিয়ে করার পর তিনি অভিনয় জগৎকে বিদায় জানান। মান্যতা সঞ্জয় দত্তের থেকে ১৮ বছরের ছোট। সঞ্জয় দত্তের ক্যান্সারের লড়াই হোক বা তার জেলে যাওয়া- সবসময় স্ত্রী পাশে থেকেছেন সঞ্জয়ের। আজ তারা দুই যমজ সন্তান শাহরান ও ইকরার জনক-জননী।
১৯৮০-র দশক থেকে বি-টাউনে কেরিয়ার শুরু করেন সঞ্জয় দত্ত৷ সেই সময় তাঁর প্রেমিকার সংখ্যা ছিল অসংখ্য। সঞ্জয় নিজেই জানিয়েছিলেন যে, তিনি জীবনে কম বেশী ৩০৮ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। এই ৩০৮ জন মহিলার মধ্যে বেশ কিছু জন আবার ছিলেন বলিউড অভিনেত্রী।
টিনা মুনিম থেকে মাধুরী দিক্ষীত, সঞ্জয় দত্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অনেকেই। একসময় রেখার সঙ্গেও নাম জড়ায় সঞ্জয়ের। তিনি নাকি মহিলাদের কাছ থেকে সহানুভূতি কুড়িয়ে কাছাকাছি যেতেন।
১৯৮৪ সালে সঞ্জয়ের সঙ্গে ‘জমিন আসমান’ ছবিতে অভিনয় করেন রেখা। ছবির শ্যুটিংয়ের সময় থেকেই তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করেছিলেন যা একেবারেই ভাল চোখে দেখেননি সঞ্জয় দত্তের মা নার্গিস ও বাবা সুনীল দত্ত!
৮এর দশকে সঞ্জয় দত্তকে প্রলুব্ধ করার অভিযোগের মুখোমুখি হতে শুরু করেন রেখা। সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর বিয়ের খবর দ্রুত ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে। এ কথা শুনে বিরক্ত হন অভিনেত্রী নার্গিস। দোষারোপ করা হয় রেখাকেই।
ক্যানসারে মৃত্যু হয়েছিল সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার। তারপর মান্যতাকে বিয়ে করার আগে ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে আবার বিয়ে করেন তিনি।