বড় দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে কলকাতা আরজি কর হাসপাতাল। সারা রাজ্য যে আন্দোলন চলছে তার মূল কারণ এই হাসপাতালই। বৃহষ্পতিবার আরজি করে ছড়ালো বোমাতঙ্ক। এদিন সকালে হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে অন্য দিনের মতোই অবস্থানমঞ্চে বসেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। সেই সময় মঞ্চের কাছেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। বারবার জিজ্ঞাসা করা হলেও উত্তর মেলেনি। তার পরেই ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অবস্থানমঞ্চ থেকে সরে যান অনেকেই। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করেছিল।