যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের হার ইস্টবেঙ্গলের। ওড়িশা এফসির বিরুদ্ধে ১-২ গোলে পরাজিত হল লাল-হলুদ ব্রিগেড।

প্রথম দলের চার-পাঁচজন ফুটবলারকে ছাড়া লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা ওড়িশার বিরুদ্ধে মাঠে নেমেছিল অস্কার ব্রুজনের দল। যতটা দুর্বল ইস্টবেঙ্গলকে ভাবা হয়েছিল এই নিয়মিত ফুটবলারদের ছাড়া ততটা খারাপ খেলেননি ক্লেটন সিলভা-মাহদি তালালরা। বরং শুরু থেকেই আগ্রাসী ছিলেন মশালধারীরা। ইস্ট বেঙ্গলের ছন্দপতন ঘটে জোড়া হলুদ কার্ড দেখে জিকসন সিং মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এবং মাহদি তালাল শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়ার পর। মাঝমাঠে বেশ দাপট দেখাচ্ছিলেন জিকসন। পাশাপাশি তালালের মত ফুটবলারের মাঝমাঠে থাকা যে কোনও দলের জন্য সম্পদ। প্রথমার্ধে ওড়িশার দুটি শট পোস্টে লেগে ফিরত আসে।

দশ জনের ইস্টবেঙ্গল কখনও লড়াই ছাড়েনি। দ্বিতীয়ার্ধে তার সুফলও পায় হাতেনাতে। ৫৩ মিনিটে লালচুংনুঙ্গার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই লিড দীর্ঘক্ষণ ধরে রাখতে পারিনি ইস্টবেঙ্গল। ৫৫ মিনিটে জেরির গোলে সমতা ফেরায় ওড়িশা। ৮১ মিনিটে দিয়াগো মরিসিয়োর পাস থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেন হুগো বুমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here