খুব সহজেই দার্জিলিং মিরিকে এবার ঘুরতে পারবেন আকাশপথে। তাতে সময় বাঁচবে তো বটেই, ঘুরতেও পারবেন প্রাণ ভরে। আসলে প্রায় সারা বছরই উত্তরবঙ্গে ভিড় লেগে থাকে। কিন্তু স্যা হয় ধস। কখন যে পাহাড়ে ধস নামবে তা বোঝা দায়। ফলে রাস্তায় হাঁটা চলা ঘোরা হয়ে যায় মুশকিল। তার জন্যই এবার হতে চলেছে ভিন্ন ব্যবস্থা।

ইতিমধ্যেই হেলিপ্যাড তৈরির কাজ শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মিরিকে থাকা পুরনো হেলিপ্যাডটি সংস্কার করা হচ্ছে। নতুন হেলিপ্যাড তৈরি হচ্ছে দার্জিলিংয়ের দুতেরিয়া এবং কালিম্পংয়ের ডেলোতে।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পরিবহণ দফতর ঘিসিংয়ের চিহ্নিত করা দূতেরিয়াতে জমিতে হেলপ্যাড তৈরির সিদ্ধান্ত নেয়। কালিম্পংয়ের ডেলোতেও হেলিপ্যাড তৈরির ক্ষেত্রেও এমন প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখা হয়েছে। মিরিকের হেলিপ্যাড আগেই তৈরি ছিল। আপাতত সেখান থেকে ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা সফল হয়েছে। ফলে পরিষেবা শুরু করতে খুব বেশি বেগ পেতে হবে না বলেই মনে হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here