বেশ কিছু দিন ধরেই ভূস্বর্গে ট্রেন চালানোর পরিকল্পনা চালাচ্ছিল ভারতীয় রেল। প্রতীক্ষায় ছিলেন ভ্রমণপিপাসুরা। সেই প্রতীক্ষার অবসান হবে নতুন বছরের শুরুর দিকে। ভারতীয় রেল–সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত একটি স্লিপার ট্রেন এবং কাটরা থেকে বারামুলা পর্যন্ত অংশে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে জানুয়ারিতেই। রেলের উত্তর শাখা থেকে ঘোষণা করা হয়েছে জম্মুর কাটরা থেকে শ্রীনগরের সময়সূচী। জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। এই রেল পরিষেবার একটি বন্দে ভারত এবং একটি মেল অন্তর্ভূক্ত করা হয়েছে।
বন্দে ভারতের সময়সূচী:
কাটরা ছাড়বে সকাল ৮:১০ মিনিটে
শ্রীনগরে পৌঁছাবে সকাল ১১:২০ মিনিট।
মেইল/এক্সপ্রেসের সময়সূচী (সকাল):
কাটরা ছাড়বে সকাল ৯:৫০ মিনিটে
শ্রীনগরে পৌঁছাবে দুপুর ১:১০ মিনিটে।
মেইল/এক্সপ্রেসের সময়সূচী (বিকেল):
কাটরা থেকে ছাড়বে বিকেল ৩ টে
শ্রীনগরে পৌঁছাবে সন্ধ্যা ৬:২০ মিনিটে।
এই ঐতিহাসিক রেলযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ জানুয়ারি। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে কাশ্মীর এবং জম্মুর মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা যাচ্ছে৷