পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে এসে ঝামেলার মুখে পড়ল কিছু বাঙালি পর্যটক। তাঁদের বিরুদ্ধে এক পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ওই পুলিশ কর্মী প্রথমে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেছেন বলে পাল্টা সরব হয়েছেন বাঙালি পর্যটকরা। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে একদল বাঙালি পর্যটক পুরী বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে তাঁরা জগন্নাথ মন্দির দর্শনে যান। জগন্নাথধামের নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তেশ্বর রুত্রে নামে পুলিশ কর্মীর সঙ্গে প্রবেশের সময় তাঁদের বচসা বাধে। শুরু হয় তর্কবিতর্ক। যা ক্রমশ হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, বাঙালি পর্যটকদের দল ওই পুলিশ কর্মীকে মারধর করে। দু’পক্ষের তরফেই সিংহদ্বার থানায় FIR দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, বাঙালি পর্যটকদের ওই দল মন্দির থেকে বের হওয়ার গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। সে সময়ে জগন্নাথ মন্দিরের ঘণ্টিদ্বারের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশ কর্মী তাঁদের আটকান। অভিযোগ, তাঁর কথা অমান্য করে প্রবেশ করার চেষ্টা করতেই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এমনকী, পুলিশ কর্মীর উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ।
সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাঙালি পর্যটকের দল। তাঁদের পাল্টা দাবি, ভিড়ের মধ্যে ঘণ্টিদ্বারের কাছে আটকে পড়েছিলেন তাঁরা। সে সময়ে ওই পুলিশ কর্মী তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন।
ইতিমধ্যেই সিংহদ্বার থানায় দুই পক্ষকেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।