সদ্য প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর গান স্যালুটের প্রস্তাব নাকচ করে দিয়েছেন সিপিএম নেতৃত্ব। তাই গান স্যালুট দেওয়া হচ্ছে না বুদ্ধদেবকে।

শুক্রবার সকালে বুদ্ধদেবের দেহ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা যায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আলিমুদ্দিনে। ঘণ্টা তিনেক সেখানে থাকবে তাঁর মরদেহ। সেখানেই বাম কর্মী সমর্থকদের শ্রদ্ধাজ্ঞাপন করছেন। এর পর দেহ নিয়ে মিছিল করে যাওয়া হবে যুব ফেডারেশনের দফতরে। তারপর সেখান থেকে দেহ নিয়ে এনআরএসে যাওয়া হবে।

বিধানসভায় গান স্যালুট দেওয়ার কথা রাজ্য সরকারের তরফে বলা হলেও রাষ্ট্রীয় মর্যাদার আর কোনও কর্মসূচি রাখা যায়নি। কারণ সেখানে এমন নিয়ম নেই। তারপর তো বিধানসভা থেকে দেহ আলিমুদ্দিনে নিয়ে যাওয়ার কথাই ছিল। যাত্রা শেষ হবে এনআরএস হাসপাতালে। সেখানে তো কোনও ভাবে গান স্যালুট দেওয়া যায় না। সেই কারণেই সরকারের প্রস্তাব বাতিল করা হয়েছে।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিন দেব শুক্রবার বলেন, ‘‘আমরা বিষয়টা জানিয়েছি। মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছিলেন। আমাদের সঙ্গে বিধানসভার স্পিকারেরও কথা হয়েছে। আমরা বললাম, এ ক্ষেত্রে গান স্যালুট দেওয়া যায় না। কারণ, গান স্যালুট একেবারে লাস্ট স্টেজ। সেটার পর আর কিছু করা যায় না। আমরা এখন যাচ্ছি বিধানসভায়। এর পর আলিমুদ্দিন স্ট্রিট। সেখানে তিন ঘণ্টা দেহ থাকবে। তার পর একটা মিছিল হবে। দীনেশ মজুমদার ভবনে, যেখানে যুব ফেডারেশনের অফিস, সেখানে যাবে দেহ। তার পর এনআরএসে বডি দান করা হবে। আর এনআরএসে তো গান স্যালুট দেওয়ার কোনও প্রভিশন নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here