২০২১ সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। স্কিমটি নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে, এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ। এবার থেকে ১০০০ টাকা নয় বরং ২০০০ টাকার আর্থিক সাহায্য পাবেন এই রাজ্যের মহিলারা।
বর্তমানে মহিলারা প্রত্যেক মাসেই নিজ ব্যাংক একাউন্টে ১০০০ টাকা করে পান। আর সংরক্ষিত শ্রেণীর মহিলারা ১২০০ টাকার আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তবে এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে চলেছে। ১০০০ টাকার পরিবর্তে এবার ২০০০ টাকার সাহায্য পাবেন মহিলারা। তবে কি নতুন করে আবেদন করতে হবে? আগেই জেনে নিন নতুন আপডেট।
এখন জেনে নেওয়া যাক, সরকার কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করবে। আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে নাকি।
আপনি যদি এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে ভিজিট করে সেখান থেকে আবেদন পত্র সংগ্রহ করে জমা করে দিলে আপনার আবেদনটি নথিভুক্ত হবে। আর আপনি যদি এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথা সময় চলে আসবে আর্থিক সাহায্য। তবে মহিলারা বর্তমানে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির ঘোষণা করে। খবর মিলছে, ভোটের আগে সম্ভবত এই ঘোষণা আসতে পারে সরকারের তরফে। ততদিনের জন্য অপেক্ষায় থাকতে হবে মহিলাদের।