বাংলাদেশে হাসিনার আওয়ামি লিগের সরকারের পতন ঘটেছে। বর্তমানে সেদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেল জয়ী মহম্মদ ইউনুস। নতুন সরকার গড়ে তুলেছে নতুন দেশ, নতুন নিয়ম। সরকার বদলের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর বেড়েছে নির্যাতনের মাত্রা। সেদেশের মানুষ, বিশেষত হিন্দু মেয়েরা বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। তাদের উপর চলছে লাগাতার অত্যাচার। এবার এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে নিউইয়র্ক। ব্যানার উড়িয়ে নিউইয়র্কে ইউনুস সরকারকে ধিক্কার জানিয়েছে তারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একটি প্লেন একটি ব্যানার উড়িয়ে নিয়ে যাচ্ছে। সেই ব্যানারে লেখা, “Stop violence on Bangladesh Hindus” অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া নির্যাতন বন্ধ হোক। লেখার পাশে দেখা যাচ্ছে ইউনুস সরকারের ছবি। অর্থাৎ হিন্দুদের এই অত্যাচারের পিছনে অন্তর্বর্তী সরকারকেই দায়ী করা হচ্ছে।
ঘটেছে, নিউইয়র্কের মানহার্টান এলাকায়। প্রসঙ্গত এই প্রথম নয়,এর আগেও মহম্মদ ইউনুসের বিরুদ্ধে নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিরা সোচ্চার হয়েছিলেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। আর সেখানে গিয়ে তাঁকে ঘিরে উঠতে থাকে ‘হিন্দু হত্যাকারী’, ‘গো ব্যাক’, ‘স্টেপ ডাউন’ স্লোগান।