শিক্ষা এবং নৈতিকতা আদর্শ সমাজ গড়ে তোলার মূল মন্ত্র। শিক্ষা ছাড়া যেমন নৈতিকতা তৈরি হয় না তেমনই নৈতিকতা ছাড়া সমাজ গড়া যায় না।
আধুনিক সমাজে এই দুটোরই অভাব প্রচন্ড। সমাজকে সঠিক দিশা দেখাতে তথাকথিত বিদ্যালয় যেমন রয়েছে তেমনই প্রয়োজন আধুনিক পরিকাঠামো এবং উচ্চমানের শিক্ষার বিকাশ। আর এই লক্ষ্যেই এগিয়ে এসেছে Credmont International School. CBSC অনুমোদিত এই স্কুল নিজেদের শাখা খুলতে চলেছে হাওড়ায়। কলকাতার সহোদর হাওড়া। গঙ্গার পার্শ্ববর্তী এই জেলায় শিক্ষার অগ্রগতির ইতিহাস বহু পুরনো, সেই অগ্রগতিকে আধুনিকতার মোড়কে এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ যে আগামী প্রজন্মকে নতুন দিশা দেখাবে সেই বিষয়ে কোনও সংশয় থাকতে পারে না।
বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে হয় এই স্কুলের লোগো উন্মোচন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেলে আসা ছেলেবেলায় ফিরে যান প্রসেনজিৎ। তিনি জানিয়েছেন এই পরিকাঠামো দেখে তার আবার ছেলেবেলায় ফিরে যাওয়ার ইচ্ছা হয়। শত ব্যস্ততার মধ্যেও মাঝেমধ্যে এই স্কুলে ঢুঁ মারার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।