বহু মানুষ রয়েছেন যারা দান ধ্যান করতে ভালবাসেন। বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে, আপনার এই সুঅভ্যাসটিও আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই দীপাবলির সময় বাড়িতে থাকা কিছু জিনিস দান করলে কিন্তু আপনার সংসারে দারিদ্র্য নেমে আসতে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন জিনিস দান করলে ঘরে দারিদ্র্য আসে।
হিন্দু ধর্মে, গহনাকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তাই যে কোনো গয়না কেনার সময় প্রথমেই দেবী লক্ষ্মীর সামনে গহনা রাখা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার কখনও আপনার গহনা কাউকে দান করা উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র ও নেটটল কাউকে দেবেন না।
মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে। যে বাড়িতে টাকা সঞ্চয় হয় সেখানে কখনও টাকার অভাব হয় না। তাই দীপাবলির আগে কাউকে ধার দেবেন না। ঋণ দিলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন।
ঘর পরিষ্কারের জন্য যে ঝাড়ু ব্যবহার করা হয় তাতেও দেবী লক্ষ্মীর অধিবাস থাকে। ঘরে ব্যবহৃত ঝাড়ু নেতিবাচক শক্তিকে ঘরের বাইরে রাখে। তাই নিজের বাড়িতে ব্যবহৃত ঝাড়ুও কাউকে দেওয়া উচিত নয়।
রান্নাঘরে ব্যবহৃত চাকি-বেলন এবং তাওয়া অন্য কাউকে দেওয়া উচিত নয়। এই তিনটি জিনিস দেওয়া বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যাস্তের পর কখনোই কাউকে দুধ দেওয়া উচিত নয়। কারণ দুধকে চাঁদের প্রতীক বলে মনে করা হয়। সূর্যাস্তের পর কাউকে দুধ দিলে বাড়িতে আর্থিক সমস্যা হতে পারে।