বাড়িতে আমরা নানা ধরনের গাছ পুঁতে থাকি। এছাড়া বাড়ির চারপাশে নানা ধরনের গাছ থাকলে পরিবেশে অক্সিজেনের লেভেলও যথাযথ থাকে। তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছই রাখা উচিত, যেগুলি পজিটিভ এনার্জি প্রবাহিত করে। বাস্তু অনুসারে কোনও কোনও গাছ আছে, যেগুলি নেগেটিভ এনার্জি বিকিরণ করে। আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি গাছের বিষয়ে, যেগুলি বাড়ির মধ্যে রাখলে নেগেটিভ এনার্জির কারণে আমাদের ক্ষতি হতে পারে।
বাড়িতে অনেকেই খেজুর গাছ পোঁতেন। কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে পোঁতা মোটেও শুভ নয়। বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে ভুগতে পারেন। খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু। কিন্তু বাড়িতে এই গাছ না পোঁতাই ভালো।
খেজুরের মতোই আরও একটি গাছ, যাকে বাড়িতে স্থান না দেওয়াই ভালো, তা হল তাল। তালের বড়া বা তালশাঁস খেতে যতই ভালো হোক না কেন, বাড়িতে এই গাছ পুঁতবেন না। কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্গত হয়, যা বাড়ির লোকেদের ক্ষতি করতে পারে। মনে করা হয়, যে বাড়িতে তালগাছ থাকে, সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন না। তাই তালগাছ থাকলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে।
বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়ির ভেতরে ভুলেও তেঁতুল গাছ পুঁতবেন না। এর ফলে বাসিন্দাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আধিক্য দেখা যাবে। বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলেও অনেকে মনে করেন। বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্যের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে তেঁতুল গাছ।
বাড়ির ভেতরে মাদার গাছ পোঁতা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ধরনের গাছে কেবলমাত্র খোলা জায়গায় পোঁতা উচিত। বাড়ির সদস্যরা এই গাছ থেকে নির্গত হওয়া অশুভ শক্তির প্রভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন।
মন্দিরে অশ্বথ গাছ থাকে অনেক সময়। তাই দেখে অনেকেই মনে করেন যে বাড়িতেও অশ্বথ গাছ পুঁতলে তা শুভ ফল দেবে। কিন্তু এই ধারণা সত্যি নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলেও অশ্বথ গাছ পুঁতবেন না। এমনকি বাড়ির উঠোনে নিজে থেকে কোনও অশ্বথ গাছের চারা গজিয়ে উঠলে তা সরিয়ে ফেলুন। অশ্বথ গাছ মন্দিরের জন্য ভালো, বাড়ির জন্য নয়।