১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ  করেন সুভাষচন্দ্র বসু। স্বামী বিবেকানন্দের আদর্শ তাঁকে ছোট থেকেই অনুপ্রাণিত করত। নেতাজি ছিলেল মা কালীর একনিষ্ঠ ভক্ত। দেশত্যাগ করার আগে দক্ষিণেশ্বরের মায়ের ফুল নিয়ে গিয়েছিলেন তিনি।

নেতাজি গবেষক ডঃ জয়ন্ত চৌধুরীর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মা কালী ছিলেন নেতাজির শক্তির উৎস। সুভাষ চন্দ্র বসুর এলগিন রোডের বাড়িতে তাঁর শোওয়ার ঘরের একদম কোণে মা কালীর এক রুদ্র মূর্তির ছবি থাকত সবসময়। দক্ষিণেশ্বর মন্দির ছিল নেতাজির খুব প্রিয় জায়গা। গঙ্গার উপর দিয়ে নৌকা করে বেলুড় মঠে যেতেন তিনি। কণ্ঠে থাকত শ্যামাসঙ্গীত৷

১৯৪১ সালে মহাভিনিষ্ক্রমণের ঠিক কয়েকদিন আগে তিনি গভীর রাতে ভাইজি ইলা বসুকে মায়ের পায়ের ফুল ও চরণামৃত নিতে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here