কলকাতার ট্যাংরায় ক্রিস্টোফার রোডে হেলে পড়া বহুতল ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন কলকাতা পুরসভার কর্মীরা। বৃহস্পতিবার হেলে পড়া বাড়িটি ভাঙার কাজ করতে যান তাঁরা। তাতেই বাধা দেন বাসিন্দারা। মূলত বাড়ির মহিলারাই বিক্ষোভ দেখান এবং বলেন, ‘‘আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই প্রাণ থাকতে আমরা এই বাড়ি ছেড়ে যাব না।’’ তাঁদের পাশে দাঁড়ান প্রতিবেশিরাও।
পুরসভার কর্মীদের সঙ্গে এসেছিলেন ট্যাংরা থানার পুলিশ। বাড়ির বাসিন্দাদের অভিযোগ, বাড়ি ভাঙার কাজ করতে এসে পুলিশ তাঁদের সঙ্গে অভদ্র ব্যবহার করেছে। যদিও পুরসভা কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ট্যাংরার ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ পাঁচতলা বহুতল এক দিকে হেলে পড়ার ঘটনা বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে আসে। ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পাশেই প্রায় সমান উচ্চতার আর একটি বহুতল রয়েছে। তার গা ঘেঁষে কাত হয়ে পড়ে বহুতলটি। নির্মীয়মাণ অবস্থায় থাকায় ওই বহুতলে বাসিন্দা কেউ ছিলেন না। কিন্তু বৃহস্পতিবার বাড়িটি ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে খানিকটা বিব্রত পুরসভার কর্মীরা।