এক মাস হাওড়া শাখায় বাতিল রয়েছে একাধিক ট্রেন। এরই মধ্যে রবিবার আরও বেশ কয়েকটি ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল। ট্রাফিক এবং পাওয়ার ব্লকের জেরে রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার ১৯ জানুয়ারি তারকেশ্বর থেকে ৩৭৩৩৪ ট্রেনটি বাতিল করা হয়েছে। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ৩৭৩২৩ ট্রেনটি বাতিল করা হয়েছে।

বেশ কিছু ট্রেনের সময়ও বদল হয়েছে। যেমন- ৩৭৭৪৯ ব্যান্ডেল কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ১২টা ১৫ মিনিটের বদলে ১২.৪৫ মিনিটে ছাড়বে। ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল- গোঘাট থেকে ১টা ১০ মিনিটের বদলে ১৩.২০ মিনিটে ছাড়বে।

এমনিতেই বেনারস রোড ওভারব্রিজের দুটি লেন তৈরির জন্য আগামী ২১ ডিসেম্বর থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের জন্য হাওড়া শাখায় ৬০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় হাওড়া-ব্যান্ডেল-হাওড়া লোকাল, হাওড়া-শেওড়াফুলি-হাওড়া লোকাল, হাওড়া-বেলুড় মঠ-হাওড়া লোকাল এবং হাওড়া-শ্রীরামপুর-হাওড়া লোকাল আছে।

এদিকে, শিয়ালদা শাখায় টানা ৪ দিন ধরে চলবে রক্ষণাবেক্ষণের কাজ৷ এর জেরে বাতিল থাকবে একাধিক ট্রেন৷ দমদম-ডানকুনি, বালিঘাট-বালিহল্ট স্টেশনে ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার প্রতিস্থাপনের জন্য ১০০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে৷

ট্র্যাকটি প্রতিস্থাপন করা হবে । পাশাপাশি, দীর্ঘদিন ধরে স্থগিত কিছু ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজও সেরে ফেলা হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here