সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের অন্যতম প্রধান শিল্পপতি রতন টাটা। তাঁর মৃত্যুর খবর শোনার পর থেকে সারা দেশ শোকগ্রস্ত। শোনা যাচ্ছে এমন সময়ে রতন টাটার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির মধ্যে কোনও দুঃখের ছাপ নেই।
যদিও রতন টাটার কোম্পানি এবং অবশ্যই মুকেশ আম্বানির নিজেদের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছিল। কিন্তু তবুও টাটা গ্রুপ সব সময় রিলায়েন্সের থেকে কিছুটা এগিয়ে ছিল। টেলিকম সেক্টর থেকে শুরু করে মেডিকেল সেক্টর এবং অন্যান্য ক্ষেত্রে টাটা গ্রুপের দাপট ছিল। রতন টাটার বিদায়ের পর টাটা গ্রুপকে তার মতো দক্ষভাবে পরিচালনা করার মতো কেউ নেই। রতন টাটার সিদ্ধান্তগুলো প্রায় সব সময়ই সঠিক ছিল, যা কোম্পানিকে মুনাফার দিকে নিয়ে যেত। মুকেশ আম্বানি এই কারণে রতন টাটার কাছে পরাজিত হতেন।
টাটা গ্রুপের সবচেয়ে বড় কোম্পানি টাটা কনসালটেন্সি (TCS) এখন দেশের শীর্ষে রয়েছে। টি.সি.এস. শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের তীব্র প্রতিযোগিতা দিচ্ছে। শুধু প্রতিযোগিতাই নয়, এখন উভয় কোম্পানির মার্কেট ভ্যালু ১৪ লক্ষ কোটি টাকারও বেশি।