এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসক-পড়ুয়ার বাবা-মা। আরও তদন্ত চেয়ে শীর্ষ আদালতে যাচ্ছেন তাঁরা। যদিও এখনও পিটিশন জমা দেওয়া হয়নি।
শনিবার নিম্ন আদালতে ৫৭ পাতার একটি বক্তব্য জমা দেন নির্যাতিতার বাবা-মা। সেখানেও তাঁরা জানান, ধৃত সিভিক ভলান্টিয়ার একা এই ঘটনায় যুক্ত নন। আরও কেউ এর নেপথ্যে রয়েছেন। এ বার একই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন নির্যাতিতার বাবা-মা।
এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিলেন তাঁরা। নতুন করে তদন্তের আর্জিও জানান। হাই কোর্ট এই মামলায় সিবিআইয়ের অবস্থান জানতে চায়। মামলাকারীর আবেদনের গ্রহণযোগ্যতার ব্যাখ্যা জেনে আসার জন্য বলেন বিচারপতি। আগামী ১৫ জানুয়ারি হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানি।