অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিয়ে ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর জিততে পারল না মোহনবাগা

পাসিং থেকে শুরু করে আক্রমণ এবং ডিফেন্স প্রায় সমস্ত দিক থেকেই দুর্বল দেখাল মোহনবাগান’কে। এভাবেই চলতে থাকলে এএফসি’র টুর্নামেন্টে ডাহা ফেল করতে পারে প্রায় ৮০ কোটি’র দল।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ‘এ’তে রয়েছে মোহনবাগান। আর এই গ্রুপে তুলনামূলক কম শক্তিশালী দল হিসাবে মনে করা হচ্ছে এফসি রাভসন কুলভ’কে। এএফসি’র প্রতিযোগিতায় তাদের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। কিন্তু তাদের বিরুদ্ধে প্রথমার্ধে জঘন্য ফুটবল খেলতে দেখা গেল সবুজ-মেরুন’কে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া থেকে শুরু করে পাসিং এবং আক্রমণ- কোনও বিভাগেই সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না হোসে মোলিনা’র দলকে।

তাই দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়াতে ৬৩ মিনিটের মাথায় সাহাল আবদুল সামাদ ও অনিরুদ্ধ থাপা’র বদলে লিস্টন কোলাসো ও আপুইয়া’কে নামান কোচ। এরপর কিছুটা ছন্দে ফেরে মোহনবাগান। ৭৫ মিনিটে সেন্টারের নিচে থেকে আপুইয়া’র বাড়ানো বলে ফাঁকা সুযোগ পেয়েছিলেন জেসন কামিন্স, যদিও সেটি গোলে প্রবেশ করাতে পারেননি অজি স্ট্রাইকার’কে।

গোলরক্ষকের মাথার উপর দিয়ে বলটিকে চিপ করতে গিয়ে তাঁর হাতে তুলে দেন কামিন্স। শেষের দিকে সহজ সুযোগ নষ্ট করেন লিস্টন। এ দিন প্রথমার্ধে না হলেও দ্বিতীযার্ধে একাধিক সুযোগ পান তাঁরা। যা কাজে লাগাতে পারলে অন্তত একাধিক গোলে ম্যাচটি জিততে পারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here