বাংলাদেশে নির্বাচন কবে হবে, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এই প্রশ্ন বার বার উঠে এসেছে। সম্প্রতি বিএনপি শিবিরও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে, তারা দ্রুত নির্বাচন চাইছে। এর মধ্যেই বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন করাতে চায় ইউনূসের সরকার। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
গত ৫ অগস্ট বাংলাদেশে হাসিনার সরকারের পতন হয়। এর পর ৮ অগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। যার প্রধান উপদেষ্টা করা হয় ইউনুসকে। ইউনুস প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই ইতিউতি প্রশ্ন উঠতে থাকে নির্বাচনের বিষয়ে। কবে নির্বাচন হবে, তা নিয়ে কৌতূহল জন্মাতে থাকে সে দেশের সাধারণ মানুষের মনে।
রাষ্ট্র সংস্কারের জন্য আর কত মাস প্রয়োজন? তা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন খালেদা-পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতার বক্তব্য, এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়ার অধিকার রয়েছে বাংলাদেশের মানুষের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও সম্প্রতি প্রশ্ন তুলেছেন এ নিয়ে। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়িয়ে এবং ভোটার তালিকা সংস্কার করে নির্বাচন করতে ৩-৪ মাসের বেশি লাগে না। অন্তর্বর্তী সরকার যাতে দ্রুত নির্বাচনের বিষয়ে পদক্ষেপ করে, সে কথাও বলেছিলেন তিনি।
এক এক উপদেষ্টার মুখে নির্বাচন নিয়ে এক এক ধরনের মন্তব্য উঠে আসায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিএনপি শিবির। বাধ্য হয়ে সোমবার নির্বাচনের বিষয় নিয়ে মুখ খুলেছেন ইউনুস।