রেশন কার্ডের থেকে সাধারণ মানুষ অনেক উপকার পেয়েছেন। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা স্বল্প টাকায় রেশন থেকে বেশ কিছু সামগ্রী দেওয়া হয়।
তা দিয়ে সংসার চলে অনেকের। এবার শোনা যাচ্ছে, রেশন সামগ্রীর পাশাপাশি গ্রাহকদের ১০০০ টাকা করে দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নতুন বছরে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য কেন্দ্রের তরফ থেকে নতুন স্কিম চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর।
রিপোর্ট বলছে, আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ শ্রেণির বেশ কিছু রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে ট্রান্সফার করা হবে।
এর ফলে এদেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির সুরাহা হবে।
এখন প্রশ্ন হল, কোন গ্রাহকদের অ্যাকাউন্টে ১০০০ টাকা করে দেবে সরকার?
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ই-কেওয়াইসি সম্পন্ন করা রেশন (Ration Card) উপভোক্তারাই এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন।
যারা ই-কেওয়াইসি করেননি, তাঁরা কেন্দ্রীয় সরকারের এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত হবেন।